বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রোগী জিম্মি করে ময়মনসিংহ মেডিকেলে ধর্মঘট

ময়মনসিংহ প্রতিনিধি

বহিরাগতদের হাতে চিকিৎসক লাঞ্ছনার প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকাল ধর্মঘটের ডাক দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিচার দাবিতে এর আগে গতকাল প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালের জরুরি বিভাগের ফটক তালাবদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। পরে কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে বিকাল সাড়ে ৫টার দিকে তালা খুলে দেওয়া হয়। এদিকে পূর্ব ঘোষণা ছাড়া চিকিৎসকদের এমন ঘটনায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা এবং হাসপাতালের ভিতরে চিকিৎসাধীন রোগীরা চরম দুর্ভোগের শিকার হন। একাধিক সূত্র জানায়, গতকাল বিকাল পৌনে ৩টার দিকে ১৫-২০ জন বহিরাগত হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে এসে ইন্টার্ন চিকিৎসকদের কক্ষে ঢুকে বেপরোয়া আচরণ শুরু করে। এ সময় সহকারী রেজিস্ট্রার ডা. লুত্ফা বিনতে কবীর সেতুর সঙ্গে বহিরাগতদের বাকবিতণ্ডা হয়। এ সময় ইন্টার্ন চিকিৎসক মাজহার এগিয়ে গেলে বহিরাগতরা তাকে লাঞ্ছিত করে। এতে হাসপাতালে এক ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। উপস্থিত অন্য চিকিৎসক ও রোগীরা চিৎকার-চেঁচামেচি শুরু করে। এ পর্যায়ে বহিরাগতরা পালিয়ে যান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর