বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

তামাকজাত পণ্য নিয়ে হাইকোর্টের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

তামাকজাত পণ্য নিয়ে হাইকোর্টের রায় বহাল

তামাকজাত পণ্যের উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ রোধে কৃষকদের ভর্তুকি এবং ব্যবসায়ীদের লাইসেন্স বন্ধসহ কয়েকটি নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। মামলার বিবরণে জানা যায়, তামাকজাত পণ্য বিপণন ও নিয়ন্ত্রণের জন্য প্রণীত ১৯৮৮ সালের আইনের বাস্তবায়ন চেয়ে ১৯৯৯ সালে পৃথক রিট করেন ‘আমরা ধূমপান নিবারণ করি’ (আধূনিক)-এর সভাপতি জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম ও বাংলাদেশ অ্যান্টি ড্রাগ ফেডারেশনের সভাপতি নুর মোহাম্মদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর