বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রাজস্ব ফাঁকি ও অর্থ পাচার রোধে শিগগিরই অভিযান

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে অসৎ ব্যবসায়ীদের রাজস্ব ফাঁকি, অর্থ পাচার ও চোরাচালান ধরতে যৌথ অভিযানে নামছে সরকার। সরকারি গুরুত্বপূর্ণ দফতর ও সংস্থাসমূহের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটির চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, দেশে রাজস্ববান্ধব, ব্যবসাবান্ধব, করদাতাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। চোরাচালান ও অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে। এতে রাজস্ব সংগ্রহ কার্যক্রম বাধাগ্রস্ত হয়। গতকাল গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর