বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে পুলিশকে নোটিস

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে পুলিশকে আইনি নোটিস দিয়েছেন সুপ্রিমকোর্টের এক আইনজীবী।

গতকাল রেজিস্ট্রি ডাকযোগে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এ নোটিস পাঠান। ২৪ ঘণ্টার মধ্যে তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। নোটিসে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন  পুলিশ কমিশনারকে বিবাদী করা হয়েছে। জ্যোতির্ময় বড়ুয়া পরে সাংবাদিকদের বলেন, কোন আইনের বলে পুলিশ এই তথ্য নিচ্ছে তা  আমাদের জানাতে হবে। আমার জানা মতে, এ ধরনের কোনো আইন নেই। তাই পুলিশ এখতিয়ার বহির্ভূতভাবে নাগরিকদের ব্যক্তিগত তথ্য নিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর