বুধবার, ২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

‘বাণিজ্য বেড়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে’

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ  থেকে গত বছর ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে কয়েক দফা  রেড অ্যালার্ট জারি করা হলেও তা দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব ফেলতে পারেনি। খবর বিডিনিউজের।

এ সময়ে বরং দেশটির সঙ্গে শতকরা ৮ দশমিক ৫ ভাগ বাণিজ্য বেড়েছে বাংলাদেশের। যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনীতিবিষয়ক কর্মকর্তা ডানিয়েল কিন গতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন, ‘এটা খুবই ভালো প্রবৃদ্ধি। এই হার এমনকি সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির থেকেও দ্রুত বেড়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর