শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

খুলনায় চিকিৎসক ধর্মঘট

রোগীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসককে মারধরকারী আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীদের গ্রেফতার দাবিতে গতকাল ভোরে খুলনার চিকিৎসকরা ধর্মঘট শুরু করেছেন। এতে রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা জানিয়েছে, হামলার ঘটনায় জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। জানা গেছে, নিজ বাড়িতে চিকিৎসক ডেকে না পেয়ে গত রবিবার রাতে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান লোকজন নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ঢুকে কর্তব্যরত ডাক্তার মামুনকে বেধড়ক মারধর করেন। এতে ডা. মামুনের সামনের দুটি দাঁত ভেঙে যায়। মুখ ও শরীরের কয়েক জায়গা জখম হয়। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতার দাবিতে খুলনার চিকিৎসকরা বিক্ষোভ সমাবেশ এবং সংবাদ সম্মেলন করেন। কিন্তু মারধরকারী আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীরা গ্রেফতার না হওয়ায় চিকিৎসকরা গতকাল ভোরে ধর্মঘট শুরু করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) সম্মিলিতভাবে এ ধর্মঘট পালন করছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর