রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নতুন স্কেলে বেতন দাবি শিক্ষকদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চের মান্থলি পেমেন্ট অর্ডারে (এমপিও) অষ্টম বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন-ভাতা প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল পুরান ঢাকার লক্ষ্মীবাজারে সমিতি কার্যালয়ে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়। সমিতির সভাপতি সৈয়দ জুলফিকার আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহাসচিব মো. ইয়াদ আলী খান, ড. মমতাজ খানম, এ এইচ এম ইসরাইল আহমেদ, মো. ফরিদুল ইসলাম, মো. শরিফুল আলম, মো. আবদুর রহমান, হরেন্দ্রনাথ মজুমদার, মো. নেজামুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ ভূইয়া প্রমুখ।

বক্তারা বলেন, মার্চের বেতনের সঙ্গে নতুন স্কেলে বেতন ও বকেয়া দেওয়া না হলে ১৫ এপ্রিলের পর শিক্ষকরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

সর্বশেষ খবর