রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পার্টটাইম ছিনতাইকারী নামে অবসর সময়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওরা ছয় কিশোর। দিনের বেলায় তাদের কেউ কাজ করেন কারখানা, গার্মেন্ট বা মুদির দোকানে। সন্ধ্যা হলেই সবার পরিচয় হয়ে যায় ছিনতাইকারী হিসাবে। খেলনার পিস্তল আর দেশি অস্ত্র দিয়েই চলে তাদের ছিনতাই। গত ছয় মাসে চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় এ কিশোর ছিনতাইকারী চক্রটি কমপক্ষে ২০টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। অবশেষে পার্টটাইম ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—মামুন, রাসেল, রিটন, মেহেদি হাসান, দেলোয়ার হোসেন ও রিপন। কয়েকদিন টানা অভিযান চালিয়ে এ ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে বায়েজীদ থানা পুলিশ। বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘এ চক্রের ছয় সদস্যই বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। সন্ধ্যার পর ছিনতাই করে। তাদের টার্গেট ছিল শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকার পাহাড়ে বেড়াতে আসা লোকজন।

সর্বশেষ খবর