রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গহর বাদশা ও বানেছা পরী মঞ্চস্থ

সাংস্কৃতিক প্রতিবেদক

গহর বাদশা ও বানেছা পরী মঞ্চস্থ

মহিলা সমিতি মিলনায়তনের মাসব্যাপী ‘ভাঙা-গড়া উৎসব’-এর সপ্তম সন্ধ্যায় গতকাল মঞ্চায়ন হলো ‘গহর বাদশা ও বানেছা পরী’। এটি ছিল নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রযোজনার নাটক। মৈমনসিংহ গীতিকার বিখ্যাত লোকগাথা ‘গহর বাদশা বানেছা পরী’ অবলম্বনে বিন্যস্ত হয়েছে এই নাটকটির কাহিনী। নাটকটির পুনঃকথন ও নির্দেশনায় ছিলেন হৃদি হক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাগরিক নাট্যাঙ্গনের নিয়মিত নাট্যকর্মীরা। প্রসঙ্গত, ‘মঞ্চে নাটক দেখুন, ঐতিহাসিক মহিলা সমিতি মঞ্চে আসুন’ স্লোগানে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয় এই মাসব্যাপী এই নাট্যোৎসব।

শহীদ মিনারে ৫টি পথনাটক : বাংলাদেশ পথনাটক পরিষদ আয়োজিত সাত দিনব্যাপী পথনাটক উৎসবের পঞ্চম দিনে গতকাল শহীদ মিনারে পরিবেশিত হলো পাঁচটি নাট্যদলের পাঁচটি পথনাটক। এর মধ্যে ইউনিভার্সেল থিয়েটার পরিবেশন করে ‘উদ্বাস্তু, মৈত্রী থিয়েটার পরিবেশন করে ‘এই দিন এই দিন’, বাঙলা নাট্যদল পরিবেশন করে ‘মুক্তির ছিন্ন দলিল’, দৃষ্টিপাত নাট্য সংসদ পরিবেশন করে ‘জোড়াতালি’ ও রঙ্গপীঠ নাট্যদল পরিবেশন করে ‘খেয়াপাড়ের মাঝি’। বাবলু ভট্টাচার্য রচিত ‘উদ্বাস্তু’ নাটকটির নির্দেশনায় ছিলেন শওকত আলী মনসুর। এসপিএম কামালের রচনায় ‘এই দিন এই দিন’ এর নির্দেশনায় ছিলেন নিয়াজ আহমেদ ও স্বপন আহমেদ। নাসির আহমেদ রচিত ‘মুক্তির ছিন্ন দলিল’ এর নির্দেশনায় ছিলেন হ ম সহিদুজ্জামান। সাজ্জাদ লিপন রচিত ‘খেয়াপাড়ের মাঝি’র নির্দেশনায় ছিলেন গোলাম জিলানী। ম আ সালাম রচিত ‘জোড়াতালি’র নির্দেশনায় ছিলেন কাজী আনিস।

সর্বশেষ খবর