রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

অর্থমন্ত্রীসহ সাতজন পেলেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার

সাংস্কৃতিক প্রতিবেদক

সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ সাতজন লেখক পেয়েছেন সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০১৬। ক ও খ এই দুই শাখায় পুরস্কার প্রদান করা হয়। প্রবন্ধ, আত্মজীবনী ও স্মৃতিকথা বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দ্রাবতী থেকে প্রকাশিত ‘সোনালি দিনগুলি’ গ্রন্থের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জার্নিম্যান থেকে প্রকাশিত ‘ঢাকার খাল পোল ও নদীর চিত্রকর’ গ্রন্থের জন্য মুনতাসীর মামুন। এছাড়া পুরস্কার পেয়েছেন সেলিনা হোসেন, আসলাম সানী, পিয়াস মজিদ, মুজিব ইরম, এহ্সান হাফিজ। গতকাল চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, সিটি ব্যাংক এনএ’র সহায়তায় ২০০৮ সালে এই পুরস্কার প্রবর্তন করা হয়।

সর্বশেষ খবর