রবিবার, ৬ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আনিসকে স্বেচ্ছায় দায়িত্ব দেননি এরশাদ

জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ স্বেচ্ছায় আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেননি। পার্টির চেয়ারম্যানকে পদ ছাড়তে বাধ্য করা হয়েছিল। দেশের রাজনীতিতে এটা ছিল মাইনাস—থ্রি ষড়যন্ত্রের অংশ। গতকাল এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। জাপার মুখপাত্র বিবৃতিতে আরও বলেন, ব্যারিস্টার আনিস এইচ এম এরশাদের একটু বেশি আনুকূল্য পেয়েছেন। সে জন্যই জাতীয় পার্টির শাসনামলে তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। গত ১ মার্চ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সংবাদ সম্মেলনের প্রসঙ্গে জি এম কাদের বলেন, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ তার সংবাদ সম্মেলনে এ কথা স্বীকার করেছেন যে, তিনি দলের ক্ষমতা গ্রহণ না করলে এরশাদকে জেলে যেতে হতো, তিনি রাজনীতি থেকে মাইনাস হতেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ ওই সময় পার্টির চেয়ারম্যান থাকলে তাকে জেলে যেতে হতো আর পার্টি-প্রধানের দায়িত্ব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের হাতে দিয়ে মুক্ত থাকলেন— এ কথা প্রকারান্তরে পার্টির চেয়ারম্যানের দেওয়া বক্তব্যের সঙ্গে সংগতিপূর্ণ। জি এম কাদের বলেন, নব্বইয়ে এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর ব্যারিস্টার আনিস রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নেন। দুঃসময়ের প্রায় ১৬ বছর তিনি জাতীয় পার্টির সঙ্গে ছিলেন না। পার্টিতে সক্রিয় হওয়ার জন্য তাকে অনুরোধ করা হলেও তিনি তখন রাজি হননি।

স্বতঃস্ফূর্তভাবে জাপা ১৪ দলের সঙ্গে জোট করে : জি এম কাদের বলেন, গত শুক্রবার খুলনার জাতিসংঘ পার্কে মহানগর জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেছিলাম, ২০০৮ সালের নির্বাচনের আগে জনগণ, দলের নেতা-কর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে স্বতঃস্ফূর্তভাবে জাতীয় পার্টি ১৪ দলের সঙ্গে জোট করে মহাজোট গঠন করেছিল। কোনো প্রকার চাপে জাতীয় পার্টি ১৪ দলের সঙ্গে জোট গঠন করেনি।

সর্বশেষ খবর