বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রাগীব আলীকে নিয়ে তোলপাড়

শঙ্কিত মেডিকেল শিক্ষার্থীরা

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

রাগীব আলীকে নিয়ে তোলপাড়

দেশের বৃহৎ চা বাগানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সিলেটের তারাপুর। দেবোত্তর সম্পত্তিতে গড়ে উঠেছে চা বাগানটি। চা বাগান করার কথা বলেই সিলেটের শিল্পপতি রাগীব আলী দেবোত্তর সম্পত্তিটি দীর্ঘ মেয়াদে লিজ নিয়েছিলেন। লিজকৃত জায়গার একাংশে তিনি চা বাগান সৃজনও করেন। বাগানের জায়গার একাংশে গড়ে তোলেন মেডিকেল কলেজ হাসপাতাল। চা বাগানের জন্য দেবোত্তর সম্পত্তি লিজ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসন কাজে ব্যবহার করায় আলোচিত-সমালোচিত হয়ে আসছিলেন রাগীব আলী। এবার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের এক রায়ে বাগানের জায়গা থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব স্থাপনা সরিয়ে নেওয়া ও চা রপ্তানি থেকে অর্জিত আয়ের ৫ কোটি টাকা ওই দেবোত্তর সম্পত্তির সেবায়েতের কাছে ফেরত দেওয়াসহ ১৭টি নির্দেশনা দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের ওই রায়ের পর রাগীব আলী ও তারাপুর চা বাগান নিয়ে সিলেটে তোলপাড় চলছে। অনেকে বলছেন, এবার তারাপুর বাগানের কর্তৃত্ব ছাড়তে হবে রাগীব আলীকে। আবার অনেকের ধারণা আইনের মারপ্যাচে তারাপুর সাম্রাজ্য শেষ পর্যন্ত রাগীব আলীর নিয়ন্ত্রণেই থেকে যাবে। আদালতের রায়ে তারাপুর চা বাগানস্থ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল সরিয়ে নেওয়ার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তাতে করে এ প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীর ভবিষ্যৎ হুমকির মুখে পড়তে পারে বলে তাদের মধ্যে শঙ্কা কাজ করছে। এ মেডিকেল কলেজে শুধু দেশেরই নয়, বিদেশি অনেক শিক্ষার্থীও পড়াশোনা করছেন। এ জন্য ৬ মাসের মধ্যে এটি সরিয়ে নিতে গেলে এত কম সময়ে অন্য কোথাও মেডিকেল কলেজ করার মতো স্থান পাওয়া যাবে কিনা, এমন প্রশ্নও উঠছে। আর অন্যত্র মেডিকেল কলেজ গড়ে না উঠলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ কি হবে, এ প্রশ্নও ঘুরপাক খাচ্ছে সিলেটে।

জানা যায়, সিলেটের তারাপুর চা বাগানের মালিক ছিলেন সি কে হারাধন। তিনি মারা যাওয়ার পর তার যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি বৈকুণ্ঠ চন্দ্রগুপ্তের নামে স্থানান্তর করা হয়। বৈকুণ্ঠ রেজিস্ট্রি দানপত্র করে দেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ জিউর দেবতার নামে। এ সম্পত্তি ১৯৬৮ সাল থেকে দেবোত্তর হিসেবে বিবেচিত হয়ে আসছিল। বৈকুণ্ঠ গুপ্ত মারা যাওয়ার পর সম্পত্তির সেবায়েত নিযুক্ত হন রাজেন্দ্রলাল গুপ্ত। রাজেন্দ্র মারা যাওয়ার পর সেবায়েত নিযুক্ত হন তার ছেলে ডা. পঙ্কজ কুমার গুপ্ত। পরবর্তীতে কথিত পাওয়ার অব অ্যাটর্নি মূলে দেবোত্তর সম্পত্তির সেবায়েত বনে যান রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর