বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সিলেটে গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট নগরীর নয়াসড়কে কিশোরী মোহন স্কুলের সামনে এক ব্যক্তির গলায় দা ঠেকিয়ে ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকাল পৌনে ৫টার দিকে জনসম্মুখে এ ছিনতাইর ঘটনা ঘটে। ছিনতাইর শিকার শাহজালাল উপশহরের জি-ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসার বাসিন্দা সোহেল আহমদ জানান, চৌহাট্টার এনআরবি ব্যাংক থেকে ১০ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করে জেলরোডের আল-ফালাহ ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। কিশোরী মোহন স্কুলের সামনে পৌঁছামাত্র তিনটি মোটরসাইকেলে ৬ ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। এ সময় তার গলায় দা ঠেকিয়ে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ জানিয়েছেন, ছিনতাইর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি হাতব্যাগ উদ্ধার করা হয়েছে। এতে কিছু কাগজপত্র পাওয়া গেছে। এদিকে নারী দিবসে নগরীর সোবহানীঘাট মৌবন এলাকায় জনসম্মুখে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। কাছ থেকে ছিনতাইর দৃশ্য লোকজন প্রত্যক্ষ করলে আগ্নেয়াস্ত্রের ভয়ে কেউ প্রতিরোধে এগিয়ে আসার সাহস পাননি। বিকাল সাড়ে ৩টার দিকে ছিনতাইর এ ঘটনা ঘটে। ছিনতাইর শিকার রিপা আক্তার নগরীর যতরপুর এলাকার বাসিন্দা। জানা যায়, ব্যাংক থেকে ৩০ হাজার টাকা উত্তোলন করে বাসায় ফিরছিলেন রিপা আক্তার নামের ওই নারী। মৌবন এলাকায় পৌঁছার পর তিনটি মোটরসাইকেলে কয়েকজন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে আগ্নেয়াস্ত্র তাক করে। অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ৩০ হাজার টাকা ও মোবাইল ফোন সেটসহ ভ্যানেটি ব্যাগ ছিনিয়ে নেয়। 

সোবহানীঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই শ্রীকান্ত দেবনাথ জানান, ছিনতাইর সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

সর্বশেষ খবর