বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নারী দিবসে বসুন্ধরার মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

নারী দিবসে বসুন্ধরার মোনালিসা উইমেন্স ক্লাবের আয়োজন

মোনালিসা উইমেন্স ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক —বাংলাদেশ প্রতিদিন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বসুন্ধরা গ্রুপের মোনালিসা উইমেন্স ক্লাব বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রীদের নিয়ে পিরিয়ডকালীন হাইজেনিক সচেতনতাবিষয়ক এক বিশেষ সেমিনার ও সুস্বাস্থ্য রক্ষায় ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করেছে। গতকাল রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিব হলে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত প্রত্যেক ছাত্রীকে মোনালিসা উইমেন্স ক্লাবের ফ্রি সদস্য করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ফজিলাতুননেসা মুজিব হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের ছাত্রীদের র‌্যাগডে অনুষ্ঠানের স্পন্সর করে মোনালিসা উইমেন্স ক্লাব। ক্লাবটি ‘একান্ত অনুভূতি : বালিকা থেকে নারী হয়ে ওঠা’ শীর্ষক রচনা প্রতিযোগিতার অয়োজন করে। রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছেন প্রীতি সাহা, দ্বিতীয় কামরুন্নাহার ও তৃতীয় তাহিরা তাবাসসুম। বিকালে ফজিলাতুননেসা মুজিব হলের ২০১০-১১ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে স্পন্সর করে মোনালিসা উইমেন্স ক্লাব। হল প্রাধ্যক্ষ সাবিতা রিজওয়ানা রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও আবাসিক শিক্ষিকা শাহান নাসরিন, সেলিম উল্লাহ ও রবিউল আলম। শিক্ষা সমাপনী উপলক্ষে ‘ছড়াব আলো বিশ্বময়, অন্তরে আজ এই প্রত্যয়’ স্লোগানে বহ্নিশিখা সুভেনিয়রের মোড়ক উন্মোচন করা হয়। হলের সাহিত্য, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার দিয়েছে হল কর্তৃপক্ষ। এ অনুষ্ঠান শেষে প্রত্যেক ছাত্রীকে মোনালিসা স্যানিটারি ন্যাপকিনের ট্রাভেল প্যাক বিনামূল্যে দেওয়া হয় এবং মোনালিসা উইমেন ক্লাবের ফ্রি সদস্য করা হয়।

সর্বশেষ খবর