বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ নিয়ে রিটের আদেশ ১৩ মার্চ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য পুলিশের সংগ্রহের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দায়ের করা রিটের ওপর ১৩ মার্চ আদেশ দেবেন আদালত। শুনানি শেষে গতকাল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন। রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটার্নি জেনারেল মোতাহের হোসেন সাজু। ৩ মার্চ এ রিট করা হয়। এর আগে ১ মার্চ রাজধানীতে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ থেকে বিরত থাকতে পুলিশকে আইনি নোটিস দেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। ওই নোটিসের বিষয়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় রিট করা হয়। রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে।

সর্বশেষ খবর