বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পাবলিক-প্রাইভেট নয় সবার আগে মেধাবীরা

--------------------- শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি

পাবলিক-প্রাইভেট নয় সবার আগে মেধাবীরা

‘দেশ স্বাধীন হওয়ার পর পাবলিক বিশ্ববিদ্যালয় ছিল ৬টি, এখন দাঁড়িয়েছে ৩৮টিতে। ২০০৯ সালে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল ৫৬টি এখন তার সংখ্যা ৯১। আমাদের কাছে পাবলিক প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য নেই। সবার আগে মেধাবীরা।’ রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের চার বছর পূর্তিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের খড়খড়ি বাইপাস সংলগ্ন স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, ‘পাবলিকের চেয়ে প্রায় দেড় লাখ শিক্ষার্থী বেশি রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে।

সর্বশেষ খবর