বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা
সস্তায় নিলামের অভিযোগ

পাচারের সময় পাঁচ ট্রাক সেচযন্ত্র আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে প্রকাশ্য নিলাম টেন্ডারে ২৭ লাখ টাকার দর উপেক্ষা করে প্রায় ৩ কোটি টাকার পুরনো সেচ ইঞ্জিন মাত্র ১৯ লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। এদিকে বিক্রি করা পাঁচ ট্রাক মালামাল গতকাল গোপনে পাচারের সময় পুলিশ সেগুলো আটক করেছে। উজিরপুর থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে ছেড়ে আসা মালবোঝাই পাঁচটি ট্রাক চালক ও হেলপারসহ ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সন্দেহজনক হওয়ায় পুরনো মালামাল বোঝাই পাঁচটি ট্রাক স্থানীয় সাজু ফিলিং স্টেশনের কাছে পুলিশের জিম্মায় রাখা হয়েছে। ওসি আরও জানান, সরকারি মালামাল বিক্রির জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পুরনো সেচ ইঞ্জিন বিক্রিতে সেসব নিয়ম মানা হয়নি। তাই সেগুলো আটক করা হয়েছে।

অন্যদিকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হক দাবি করেন, সরকারি আইন অনুসরণ করেই সবকিছু করা হয়েছে।

সর্বশেষ খবর