বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় খুন হন ব্যবসায়ী জুনায়েদ

নিজস্ব প্রতিবেদক

চাঁদা না দেওয়ায় খুন হন ব্যবসায়ী জুনায়েদ

চাঁদা না দেওয়ায় মিরপুরের পলাতক শীর্ষ সন্ত্রাসী শাহাদতবাহিনীর সদস্যদের হাতে হোটেল ব্যবসায়ী রফিকুল ইসলাম জুনায়েদ নৃশংসভাবে খুন হন বলে জানিয়েছে র‌্যাব। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাহাদতবাহিনীর আইয়ুব বাচ্চু গ্রুপের তিন সদস্যকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শেখ মৃদুল ওরফে বাবু ওরফে মির্জা, ফয়সাল আহমেদ মিঠু ও নুরুল ইসলাম জুয়েল। তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে র‌্যাব। গতকাল মিরপুরে র‌্যাব-৪ ব্যাটালিয়নের সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে র‌্যাব-৪-এর উপ-অধিনায়ক মেজর আবু সাঈদ খান জানান, গত ২ ফেব্রুয়ারি মিরপুর দারুসসালাম এলাকায় জুনায়েদ তার নিজ হোটেল থেকে বের হয়ে নিখোঁজ হন। কয়েক ঘণ্টা পরে টোলারবাগ মসজিদের সামনে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। এ ঘটনায় ওই রাতেই দারুসসালাম থানায় একটি হত্যা মামলা হয়। র‌্যাব তদন্তে নেমে এক পর্যায়ে জানতে পারে যে, এ হত্যাকাণ্ডের সঙ্গে মিরপুর অঞ্চলের অন্যতম শীর্ষ সন্ত্রাসী শাহাদতবাহিনীর সদস্যরা জড়িত। এ বাহিনীর সদস্যরা বিভিন্ন গ্রুপে বিভক্ত। এমনই একটি গ্রুপের নাম আইয়ুব বাচ্চু গ্রুপ। ব্যবসায়ীদের কাছে আইয়ুব বাচ্চু নিজেকে শিশির, মির্জা ইত্যাদি নামে বিদেশ থেকে ফোন দিয়ে চাঁদা দাবি করেন এবং হত্যার হুমকি দিয়ে থাকেন। আতঙ্ক সৃষ্টির জন্য তারা হত্যাও করে থাকেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা শাহাদতবাহিনীর আইয়ুব বাচ্চু গ্রুপের সক্রিয় সদস্য। এ তিনজনের ফোন নম্বর পর্যালোচনায়ও এর সত্যতা পাওয়া যায়।

সর্বশেষ খবর