বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ সামান্যই বেড়েছে : আইএলও

প্রতিদিন ডেস্ক

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) তাদের এক বৈশ্বিক প্রতিবেদনে বলেছে, গত দুই দশকে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ খুব সামান্যই বেড়েছে। ১৯৯৫ সালের পর কর্মক্ষেত্রে নারী-পুরুষের অংশগ্রহণের পার্থক্য কমেছে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আইএলও এ বৈশ্বিক জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে। খবর বিবিসির। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ পুরুষের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ কম ছিল। ১৯৯৫ সালে এ পার্থক্য ছিল ২৪ দশমিক ৯ শতাংশ। আর এ হার ২০ বছর আগের হারের চেয়ে মাত্র শূন্য দশমিক ৬ শতাংশ কম। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে নারীরাই বেশি বেকারত্বে ভোগেন। বিশ্বজুড়ে নারী বেকারের হার ৬ দশমিক ২ শতাংশ, যেখানে পুরুষের বেকারত্ব হার ৫ দশমিক ৫ শতাংশ। চাকরির অভাবে প্রায়ই নারীদের নিম্নমানের চাকরিতে যোগ দিতে হয়। উচ্চ ও নিম্ন আয়সহ সব ধরনের আয়ের দেশেই নারীর গৃহস্থালি কাজের জন্য কোনো পারিশ্রমিক হিসাব করা হয় না। অথচ নারী কর্মক্ষেত্রে ও গৃহস্থালি কাজ মিলিয়ে পুরুষের চেয়ে বেশি পরিশ্রম করেন।

এ প্রসঙ্গে আইএলওর প্রধান গাই রাইডার বলেছেন, নারীরা এখনো যে উপযুক্ত কাজ খুঁজে পেতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, তারই প্রমাণ এ প্রতিবেদন। ১৯৯৫ সাল থেকে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণের ব্যাপারে যে অগ্রগতি হয়েছে, তা একেবারেই প্রান্তিক পর্যায়ে।

সর্বশেষ খবর