শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

শহরকে ঘরের মতোই পরিচ্ছন্ন রাখার আহ্বান দুই মেয়রের

নিজস্ব প্রতিবেদক

শহরকে ঘরের মতোই পরিচ্ছন্ন রাখার আহ্বান দুই মেয়রের

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকার দুই মেয়র —বাংলাদেশ প্রতিদিন

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) দুই যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই মেয়র আনিসুল হক ও সাঈদ খোকন। গতকাল সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘গ্রিন ঢাকা, ক্লিন ঢাকা’ স্লোগানে এ কার্যক্রমের উদ্বোধন করেন তারা। এ সময় শহরকে নিজের ঘরের মতোই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান এ দুই নগরপিতা। অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেন, দেশের প্রতিটি ছাত্র ও মানুষ যদি শহরটাকে নিজের ঘরের মতো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব একটু একটু করেও হাতে তুলে নেয় তাহলে সাত দিনে সারা দেশ পরিষ্কার হয়ে যেতে বাধ্য।   তিনি বলেন, প্রত্যেক মানুষ, প্রত্যেক শিক্ষার্থী দিনের মধ্যে এক মিনিটের জন্য চিন্তা করুক যে, আমার সামনের জায়গাটুকু পরিষ্কার করি। এক মিনিটের চিন্তা, এক বছরের চিন্তা, এক হাজার বছরের চিন্তার মতো শক্তিশালী হয়ে উঠবে। মেয়র বলেন, মেয়রের একার পক্ষে শহর পরিষ্কার করা সম্ভব নয়। শহর পরিষ্কার করতে হলে নিজের মনকে পরিষ্কার তো করতেই হবে, তার সঙ্গে মনের আলো রাস্তায় ছড়িয়ে দিতে হবে। দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন বলেন, আমরা চাই এ নগরীর প্রতিটি মানুষ এক-একজন মেয়রের ভূমিকা পালন করবে। নিজেদের ঘরটাকে আমরা যেভাবে গুছিয়ে রাখি ঠিক সেভাবেই শহরটাকে আমাদের গুছিয়ে রাখতে হবে। এনএসইউর পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ আয়োজনে অংশ নেন প্রায় দুই হাজার শিক্ষার্থী। এ ছাড়া এনএসইউর বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান এম এ কাশেম, ভিসি অধ্যাপক আতিকুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রতীকী এ আয়োজনে শিক্ষক-শিক্ষার্থী, দুই মেয়র ও কর্মকর্তারা মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে) এলাকা পরিষ্কার করেন।

সর্বশেষ খবর