শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিশ্ববাসীর কল্যাণে পাশে থাকবে বাংলাদেশ : জ্যাকব

কূটনৈতিক প্রতিবেদক

বিশ্ববাসীর কল্যাণে পাশে থাকবে বাংলাদেশ : জ্যাকব

বিশ্ব পরিবেশের জন্য উদ্বেগজনক পারদ নিঃসরণ নিয়ন্ত্রণে বাংলাদেশ সম্ভব সব পদক্ষেপই গ্রহণ করবে বলে বিশ্বসভায় জানিয়েছেন বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তবে এ ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ দেখতে চায় বাংলাদেশ। জর্ডানে আয়োজিত বিশেষ সভায় গতকাল উপমন্ত্রী বাংলাদেশের এ অবস্থানের কথা জানান। পারদ নিঃসরণ নিয়ন্ত্রণে আইনি কাঠামো তৈরির জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই বিশেষ সভায় দরকষাকষি করছেন। জাতিসংঘের পরিবেশবিষয়ক প্রোগ্রামের (ইউএনইপি) আওতায় গতকাল থেকে শুরু হওয়া এই সভায় বাংলাদেশের প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন উপমন্ত্রী জ্যাকব। আগামী ১৫ মার্চ পর্যন্ত অংশগ্রহণকারী দেশগুলো আইনি কাঠামোর জন্য দরকষাকষি করবে। জর্ডানের ডেড সিতে কিং হোসাইন বিন তালাল কনভেনশন সেন্টারের আইএনসি-৭ এর এ সেশনে দেওয়া বক্তৃতায় উপমন্ত্রী জ্যাকব বলেন, বাংলাদেশ ইতিমধ্যে পারদ নিঃসরণ নিয়ন্ত্রণে মিনামাটা কনভেনশনে স্বাক্ষর করেছে। খুব শিগগির এর অনুসমর্থনও করা হবে। তবে তার আগে বাংলাদেশ মনে করে পারদ নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য সবার আগে প্রয়োজন বিভিন্ন ধরনের ক্ষতিকর অথচ প্রয়োজনীয়  কেমিক্যালের সুষ্ঠু ব্যবস্থাপনা। তাই ইউএনইপির সহায়তায় বাংলাদেশ ন্যাশনাল কেমিক্যাল প্রোফাইল তৈরি করতে চায়। জর্ডানের আয়োজনকে স্বাগত জানিয়ে উপমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ এই উদ্যোগে বাংলাদেশ পাশে আছে। কারণ বাংলাদেশ সব সময়ই বিশ্বের সাত বিলিয়ন মানুষের কল্যাণ প্রত্যাশা করে। এ ছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ২০২০ সালের মধ্যে কেমিক্যালের পরিবেশ সম্মত ব্যবহার ও আন্তর্জাতিক কাঠামোর আওতায় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়েও বাংলাদেশ সজাগ রয়েছে।

সর্বশেষ খবর