শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নেতৃত্বের পরিবর্তন সময়ের দাবি : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে না পারলে দুর্নীতিমুক্ত দেশ গড়া যাবে না। নেতৃত্বের সর্বত্র গুণগত ও আদর্শিক পরিবর্তন এখন সময়ের দাবি। গতকাল ইসলামী আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়। পীর চরমোনাই বলেন, স্বাধীনতার দীর্ঘদিন পরও দেশকে দুর্নীতিমুক্ত করতে না পারায় শাসকশ্রেণির দুর্বলতাই প্রকাশ পেয়েছে। দুর্নীতির সঙ্গে সাধারণ কোনো মানুষ জড়িত নয়। রিকশা, ঠেলা, ভ্যানওয়ালা কিংবা সাধারণ মানুষ জড়িত নয়। এর সঙ্গে জড়িত রাষ্ট্রের উচ্চ ব্যক্তিবর্গ বা মন্ত্রী-এমপিরা। কাজেই নীতির পরিবর্তনের আন্দোলনে সম্পৃক্ত হতে হবে।

সর্বশেষ খবর