শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বেতন বৈষম্য নিরসন দাবি হেলথ অ্যাসিস্ট্যান্টদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পদ আপ-গ্রেডেশনের মাধ্যমে বিদ্যমান বেতনবৈষম্য নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। গতকাল সকালে একযোগে দেশের ৬৪ জেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী। লিখিত বক্তব্যে বলা হয়— দেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২১ হাজার স্বাস্থ্যসহকারী কাজ করছেন। শিশু ও মাতৃ মৃত্যুহ্রাস, যক্ষ্মা, ধনুষ্টঙ্কার, ডায়রিয়া, ম্যালেরিয়া, সংক্রামক-অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ, অন্ধত্ব দূরীকরণে স্বাস্থ্যসহকারীরা তৃণমূল পর্যায়ে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছেন। তাদের কারণেই ইপিআই কার্যক্রমে শুধু দক্ষিণ-পূর্ব এশিয়ার ১২ দেশের মধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করে। সংবাদ সম্মেলনে বলা হয়— বর্তমান প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্যসহকারীদের মহাসমাবেশে পদমর্যাদাসহ বেতনবৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন।

সর্বশেষ খবর