শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আবারও বেড়েছে পিয়াজের ঝাঁজ

নিজস্ব প্রতিবেদক

আবারও বেড়েছে পিয়াজের ঝাঁজ

বাজারে আবারও পিয়াজের ঝাঁজ বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বেড়েছে। তবে এ বৃদ্ধির যৌক্তিক কোনো কারণ ব্যবসায়ীদের কাছে নেই। ভরা মৌসুম হলেও পিয়াজ, রসুন ও আলুর বর্তমান বাজার দর সাধারণ ভোক্তারা মেনে নিতে পারছেন না। বাজারে সরকারের মনিটরিং না থাকায় পাইকারি এবং খুচরা উভয় বাজারেই ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয়। ফলে তাদের মর্জিমাফিক দ্রব্যমূল্য নির্ধারিত হচ্ছে। গতকাল সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, বাজারভেদে প্রতিকেজি কাঁচামরিচ ও ধনেপাতা ৬০-৬৫, শালগম ১৫-২০, গাজর ১৫-২০, বেগুন জাতভেদে ৪০-৬০, শিম ৩৫-৪০, টমেটো ২০, ফুলকপি, বাঁধাকপি প্রতি পিস ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি হালি ফার্মের মুরগির ডিম ৩৪-৩৬, দেশি মুরগির ডিম ৪৫ এবং হাঁসের ডিম ৪৬ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, আগের দামেই বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। প্রতিকেজি গরুর মাংসের দাম ৩৮০ থেকে ৪০০ এবং খাসি ৫৬০-৫৮০ টাকা। মুরগির দামও অপরিবর্তিত রয়েছে। আকারভেদে দেশি মুরগি বিক্রি হচ্ছে ২৬০-২৮০ টাকা। পাকিস্তানি মুরগি (পিস) ২০০ টাকা এবং কেজি বিক্রি হচ্ছে ২৫০ টাকা। মশুর ডাল বিক্রি হচ্ছে ১৪৫ টাকা কেজিতে, যা গত সপ্তাহে ছিল ১৫০ টাকা। গত সপ্তাহে দেশি রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও গতকাল ৯০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। দাম কমে যাওয়ার বিষয়ে বিক্রেতারা জানান, বাজারে রসুনের মজুদ বেড়েছে, এ কারণে দাম কিছুটা কমেছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর