শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পরিকল্পিত কারখানা নির্মাণ হলে দ্রুত গ্যাস বিদ্যুৎ : প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পিতভাবে শিল্প-কারখানা ইপিজেড, ইকোনমিক জোন বা বিসিক নির্ধারিত স্থানে স্থাপন করলে দ্রুত গ্যাস-বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ কথা বলেন। তিনি বলেন, যেসব শিল্প-প্রতিষ্ঠানের মালিক আগে গ্যাস ব্যবহার করে জেনারেটর চালাতেন তাদের এখন গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করা উচিত। আর আগামী দুই বছরের মধ্যে এফএসআরইউ (ফ্লোটিং স্টোরেজ রিগাসিফিকেশন) স্থাপন করা হবে তখন গ্যাসের সমস্যা অনেকটাই দূর হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর উদ্বোধনকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনাগুলো বাস্তবতার নিরিখে হওয়া উচিত। যাতে আগামীর চাহিদা সহজেই পূরণ করা যায়। তিনি জনগণকে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী নতুন নতুন প্রযুক্তি ব্যবহারে সম্পৃক্ত হতে বলেন। আর এর দায়িত্ব নিতে হবে সেড্রাকে (নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ)। একই সঙ্গে প্রতিমন্ত্রী এসব এক্সপো ও গ্রিন সামিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এবার সপ্তম আন্তর্জাতিক বাংলাদেশ ইনোভিশন অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সপো ও গ্রিন সামিট-২০১৬ এর প্রদর্শনীতে ১৩টি দেশের ১৩০টি প্রতিষ্ঠান ২২০টি স্টলে বিদ্যুৎ সাশ্রয়ী ইন্ডাস্ট্রিয়াল বৈদ্যুতিক যন্ত্রাংশ, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পরিবেশবান্ধব বিল্ডিং নির্মাণ যন্ত্রাংশসহ বিভিন্ন শিল্পের উদ্ভাবিত আধুনিক মেশিনারিজ ও সেবা প্রদর্শন করছে।

সর্বশেষ খবর