শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

রক্ষা পেলেন ১৫০০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলায় লঞ্চের তলা ফেটে গেলেও প্রাণে রক্ষা পেল প্রায় দেড় হাজার যাত্রী। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মেঘনা নদীর মিয়ারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। যাত্রী ও লঞ্চ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রী বোঝাই করে বৃহস্পতিবার রাতে সুন্দরবন-৯ লঞ্চটি পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত দেড়টার দিকে হিজলা সংলগ্ন মেঘনা নদীর মিয়ারচর পয়েন্ট অতিক্রমকালে সম্প্রতি ডুবে যাওয়া একটি বাল্কহেডের (বালু কাটা জাহাজ) সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। কর্তৃপক্ষ তড়িঘড়ি করে লঞ্চটি অদূরে একটি চরে ঠেকিয়ে দিলে প্রায় দেড় হাজার যাত্রী প্রাণে রক্ষা পায়। পরে একই কোম্পানির সুন্দরবন-১১ নামে অপর একটি লঞ্চ আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে। কোনো ধরনের মার্কিং না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ লঞ্চ কর্তৃপক্ষের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর