শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবি জানিয়েছে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন কমিটি। পাশাপাশি মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনীর ১২৫ চিহ্নিত যুদ্ধাপরাধী সেনা কর্মকর্তার সংগঠিত যুদ্ধাপরাধ জনসম্মুখে প্রকাশ, তাদের বিচার সম্পন্ন ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি। গতকাল খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন কমিটি, খুলনার আহ্বায়ক তালুকদার আবদুল খালেক এমপি। জাতীয় ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিরোধে সংগঠনের উদ্যোগে খুলনায় বিভাগীয় সমাবেশ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সদস্য সচিব অধ্যাপক আলমগীর কবির উপস্থিত ছিলেন।

নেতারা জানান, যুদ্ধাপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্বপক্ষে জনমত গড়ে তুলতে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন কমিটি’ নামের সংগঠনটির আত্মপ্রকাশ হয়েছে।

সর্বশেষ খবর