শিরোনাম
শনিবার, ১৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে

—— পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে নির্বাচন থেকে নিবৃত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করে পীর চরমোনাই বলেন, সব দল ও মতের মানুষ অংশ নিয়ে নির্বাচন গ্রহণযোগ্য করে তোলার চেষ্টাকে ভয়ভীতি প্রদর্শন করে নিবৃত করা হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের চেষ্টা করলে সরকারেরই মঙ্গল হবে। ভোট ডাকাতি, কারচুপির চেষ্টা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ফলে সরকার বিশ্বে নিন্দিত হবে। পীর চরমোনাই বলেন, রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল পর্যা য় পর্যন্ত সৎ, যোগ্য, দক্ষ ও আল্লাহ ভীরু নেতৃত্ব তৈরির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীও দিচ্ছে।

সর্বশেষ খবর