সোমবার, ২১ মার্চ, ২০১৬ ০০:০০ টা

খোঁজ মেলেনি জোহার ফেসবুক হঠাৎ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

খোঁজ মেলেনি জোহার ফেসবুক হঠাৎ বন্ধ

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহার সন্ধান চার দিনেও মেলেনি। তবে হঠাৎ করেই তার ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে। নিখোঁজ হওয়ার পরও জোহার ফেসবুক সচল ছিল। গতকাল সকাল থেকে তা আর সচল নেই। জোহার পরিবারের সদস্যরা এ বিষয়টিকে রহস্যজনক বলে মনে করছেন। জোহাকে যারা নিয়ে গেছে, এটি তাদের কাজ হতে পারে বলে ধারণা স্বজনদের। জোহার পরিবার সূত্র জানায়, ফেসবুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থায় তিনি প্রেজেন্টেশন দিচ্ছেন এমন ছবি, পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা এবং বিসিএস একাডেমির কর্মকর্তাদের সঙ্গে ছবি রয়েছে। এক আত্মীয় দাবি করেন, ‘জোহা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নানাভাবে কাজ করেছেন। বিভিন্ন সময় সিআইডি ও পুলিশ স্টাফ কলেজে ক্লাসও নিয়েছেন। কয়েকটি মামলা তদন্তে তিনি সহযোগিতা করেছেন।’ যাদের সঙ্গে সাইবার নিরাপত্তা নিয়ে জোহা কাজ করেছেন তারাই এখন অসহযোগিতা করছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর