রবিবার, ২৭ মার্চ, ২০১৬ ০০:০০ টা

৩৬ কিমি পদযাত্রা স্বাধীনতা দিবসে

একাত্তরে কোটি মানুষের দেশত্যাগ স্মরণ

নিজস্ব প্রতিবেদক

৩৬ কিলোমিটার হেঁটে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় ৫৭ জনের একটি দল। এ দলে নতুন প্রজন্মের প্রতিনিধি থেকে শুরু করে ষাটোর্ধ্বরাও ছিলেন। আছেন নারী-পুরুষ, শিশুরাও। আর যাত্রাপথে এ দলে যোগ দেন মুক্তিযোদ্ধা, ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষ। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকহানাদার বাহিনীর হত্যাযজ্ঞ শুরুর পর জীবন বাঁচাতে দেশ ছেড়েছেন কোটি মানুষ। নিরুদ্দেশ গন্তব্যে তারা শুধু হেঁটেছেন মাইলের পর মাইল। ৪৫ বছর আগের সেই দুঃসহ স্মৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই গতকাল স্বাধীনতা দিবসে ৩৬ কিলোমিটার পদযাত্রা কর্মসূচি পালিত হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই পায়ে হাঁটা কর্মসূচির আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ কর্মসূচির মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিল সংগ্রহের উদ্দেশ্যও রয়েছে। এ পদযাত্রার সহ-আয়োজক পর্বতারোহী দল ‘অভিযাত্রী’র পক্ষে এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি নারী নিশাত মজুমদার, যাকারিয়া বেগ, অভিযাত্রী ইনাম আল হকও ছিলেন। সকাল ৬টায় শহীদ মিনার থেকে শুরু হওয়া পদযাত্রায় ৫৭ জনের দলটি প্রথমে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের বধ্যভূমিতে। সেখানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক নতুন প্রজন্মের কাছে একাত্তর সালের ২৫ মার্চ কালরাতে জগন্নাথ হলে পাকবাহিনীর বর্বরোচিত তাণ্ডবের বর্ণনা দেন। এরপর সার্জেন্ট জহুরুল হক হলের সামনে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণহত্যার কথাও তুলে ধরেন তিনি।

সর্বশেষ খবর