মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কমেনি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি

রোড ট্যাক্স আদায় হবে কিস্তিতে

বিশেষ প্রতিনিধি

প্রতিশ্রুতি সত্ত্বেও মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্স কমেনি। তবে বিদ্যমান রোড ট্যাক্স পাঁচ কিস্তিতে আট বছরে আদায়ের সুযোগ দিয়ে গতকাল এক প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। দেশের মোটরসাইকেল উত্পাদক, সংযোজনকারী ও ব্যবহারকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল এক প্রজ্ঞাপনে বলা হয় : ১০০ সিসির মোটরসাইকেল নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার বদলে দিতে হবে ৯ হাজার ৩১৩ টাকা। রেজিস্ট্রেশন ফি ৮ হাজার ১৬৩ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে রোড ট্যাক্সের ৫ হাজার ৭৫০ টাকার মধ্যে প্রথমবার রেজিস্ট্রেশনের সঙ্গে দিতে হবে ১ হাজার ১৫০ টাকা। বাকি ৪ হাজার ৬০০ টাকা ১ হাজার ১৫০ টাকা করে আট বছরে চারটি সমান কিস্তিতে দিতে হবে। অন্যদিকে ১০০ সিসির বেশি ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকার পরিবর্তে রেজিস্ট্রেশনের সময় দিতে হবে ১২ হাজার ৭৩ টাকা। রেজিস্ট্রেশনের ৯ হাজার ৭৭৩ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে রোড ট্যাক্সের ১১ হাজার ৫০০ টাকার মধ্যে রেজিস্ট্রেশনের সঙ্গে দিতে হবে ২ হাজার ৩০০ টাকা। বাকি ৯ হাজার ২০০ টাকা ২ হাজার ৩০০ টাকা করে চারটি সমান কিস্তিতে আট বছরে দিতে হবে। তবে রেজিস্ট্রেশন ফি ও রোড ট্যাক্সের বাইরে নম্বরপ্লেট ফি বাবদ ২ হাজার ২৬০ টাকা দিতে হবে রেজিস্ট্রেশনকালেই, যা প্রজ্ঞাপনে উল্লেখ নেই। বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি।

সর্বশেষ খবর