মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

চবির প্রথম নারী উপ-উপাচার্য শিরীন

চট্টগ্রাম প্রতিনিধি

চবির প্রথম নারী উপ-উপাচার্য শিরীন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো নারী উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী বাংলা বিভাগের অধ্যাপক শিরীন আখতারকে চার বছরের জন্য উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন বলে সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। শিরীন আখতারের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক কামরুল হুদা। শিরীন আখতার বিশ্ববিদ্যালয়ের অস্টম উপ-উপাচার্য হলেন। গত বছরের ১৫ জুন উপ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে পদটি খালি ছিল। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিরীন আখতার ১৯৭৩ সালে কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৭৫ সালে চট্টগ্রাম গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন।

সর্বশেষ খবর