মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

স্পেশাল ইকোনমিক জোন দ্রুত বাস্তবায়ন চান ব্যবসায়ীরা

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ও স্পেশাল ইকোনমিক জোন দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। একই সঙ্গে প্রস্তাবিত বে-টার্মিনাল প্রকল্পের কাজও দ্রুত সম্পন্ন করার কথা বলেছেন তিনি। গতকাল নগরীর র‍্যাডিসন ব্লুর মোহনা হলরুমে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটন আয়োজিত  গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। জেসিআই সভাপতি জসিম আহমেদের সভাপতিত্বে ‘ভিশন ২০৪১ লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক সক্ষমতা ও চ্যালেঞ্জ’ শীর্ষক এ  গোলটেবিলে মাহবুবুল আলম বলেন, আরএমজি খাতের পাশাপাশি আমাদের ওষুধ রপ্তানি হচ্ছে ইউরোপের  দেশগুলোতেও। চামড়া, সিরামিক, জাহাজসহ দিন দিন রপ্তানি পণ্যের তালিকা বড় হচ্ছে। আমাদের ব্যাংক ঋণের সুদের হার এক অঙ্কে নামিয়ে আনতে হবে। এখনো এসএমই খাতের উদ্যোক্তারা ১২-১৫ শতাংশ সুদে ঋণ নিচ্ছে। চট্টগ্রাম প্রসঙ্গে এফবিসিসিআইর এই সহসভাপতি বলেন,  স্পেশাল ইকোনমিক জোনগুলো দ্রুত বিনিয়োগ উপযোগী করে তুলতে হবে। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সিকান্দার খান বলেন, এনার্জি এমন এক জিনিস পয়সা দিলেও রাতারাতি উত্পাদন বাড়ানো বা বিতরণ করা যায় না।

সর্বশেষ খবর