মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বর্ধিত ভূমি কর প্রত্যাহার দাবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অবিলম্বে বর্ধিত খাজনা প্রত্যাহারসহ ভূমিসংক্রান্ত সব জটিলতা নিরসনে সাত দফা দাবি জানিয়েছেন বর্ধিত ভূমি খাজনা প্রত্যাহার সংগ্রাম কমিটির নেতারা। গতকাল সকালে বরিশাল বিএনডিএন মিলনায়তনে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু। তিনি বলেন, গত বছরের ১ জুলাই সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) দ্বিগুণ থেকে সাত গুণ পর্যন্ত বাড়িয়েছে। জনগণের মতামতের তোয়াক্কা না করে ভূমি মন্ত্রণালয় অন্যায় ও অযৌক্তিকভাবে করের বোঝা জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। কর বৃদ্ধির আগে সরকার বিশেষজ্ঞদের মতামত কিংবা জাতীয় সংসদে কোনো আলোচনা ও বিল উত্থাপনের প্রয়োজন মনে করেনি। এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয় জনগণের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করেছে। নীলু বলেন, প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়— কোনো ব্যক্তি বা পরিবারের ২৫ বিঘার বেশি কৃষিজমি থাকলে প্রতি শতাংশে ২ টাকা হারে খাজনা আদায় হবে। কিন্তু ইউনিয়ন ও পৌর ভূমি সহকারী কর্মকর্তারা প্রজ্ঞাপনের নির্দেশ উপেক্ষা করে সব ক্ষেত্রে বর্ধিত হারে খাজনা আদায় করছেন।

সর্বশেষ খবর