মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

নতুন কাঠামোতেই মার্চের বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন স্কেল অনুযায়ী এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) দেওয়ার সরকারি আদেশ জারি করেছে অর্থ মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রণালয় সূত্র গতকাল এ তথ্য নিশ্চিত করেছে। ফলে নতুন বেতন কাঠামোতেই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ শিক্ষক-কর্মচারী মার্চ মাসের বেতন পাবেন। একই সঙ্গে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসের বেতন পাবেন তারা। গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা প্রদান সংক্রান্ত কাজে ব্যয় হচ্ছে ২ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা। তিনি আরও জানান, এখন থেকে এই শিক্ষক-কর্মচারীরা নতুন স্কেলেই বেতন পাবেন। এ নিয়ে আর কোনো সংশয় থাকল না। শিক্ষকদের শ্রেণিকক্ষে পাঠদানে আরও মনোযোগী হওয়ার অনুরোধ জানান মন্ত্রী। প্রসঙ্গত, এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কাঠামোতে বেতন-ভাতা দেওয়ার প্রজ্ঞাপন জারির পরও শিক্ষকরা বেতন হাতে না পাওয়ায় এতোদিন সংশয়ে ছিলেন।

সর্বশেষ খবর