মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সংসদীয় কমিটির কার্যক্রমে যুক্ত হলো ডিজিটাল পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক

কাজের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সংসদীয় কমিটির কার্যক্রমকে ডিজিটাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) আওতায় নিয়ে আসা হয়েছে। সংসদ ভবনে গতকাল এ ডিজিটালাইজেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, এর মাধ্যমে সংসদের কার্যক্রম ডিজিটালাইজেশনের দিকে আরও একধাপ এগিয়ে গেল। এমআইএস পদ্ধতি চালুর ফলে কমিটির কার্যক্রম ওয়েবসাইটে যুক্ত থাকবে। কমিটি রিপোর্ট, ফলোআপ রিপোর্ট তাত্ক্ষণিকভাবে নিজ নিজ সাইটে প্রকাশের ফলে কাজের গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াবে। কমিটির সভায় নোটিস, প্রেস রিলিজও সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে দ্রুত পৌঁছানো সম্ভব হবে। স্ট্রেনদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের আওতায় এমআইএস পদ্ধতি প্রথমে তিনটি ফিন্যান্সিয়াল ওভারসাইট কমিটি তথা সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির আলাদা তিনটি ওয়েবসাইট ডেভেলপ করা হবে। পরবর্তীতে অপরাপর সব কমিটি কার্যক্রমে এ পদ্ধতি চালু করা হবে। 

সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সচিব ড. মো. আবদুর রব হাওলাদার। বক্তব্য রাখেন সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুল মতিন খসরু। এ সময় অন্যান্য স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর