মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পায়রা বিদ্যুকেন্দ্র নির্মাণ চুক্তি সই

নিজস্ব প্রতিবেদক

সমুদ্র উপকূল পায়রায় এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপনের চুক্তি হচ্ছে আজ। বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কোম্পানি এই কেন্দ্র স্থাপন করবে। সূত্র জানায়, পায়রা বিদ্যুেকন্দ্র নির্মাণে সব বিষয়ে দর কষাকষি শেষ হয়েছে। জানা যায়, পর পর দুই দিনে চুক্তি এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। বিদ্যুেকন্দ্রটি নির্মাণ করবে চীনা নির্মাতা প্রতিষ্ঠান এনইপিসি। এই বিদ্যুেকন্দ্র করার জন্য চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন আর নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি সমান অংশীদারের ভিত্তিতে কোম্পানি গঠন করে।

সর্বশেষ খবর