বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বন্ড সুবিধার অপব্যবহারকারীরা জাতীয় শত্রু : এনবিআর

৯৫ শতাংশ কাগজ খোলাবাজারে বিক্রির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

শুল্কমুক্ত বন্ড সুবিধায় আমদানি হওয়া ৯৫ শতাংশ কাগজ খোলাবাজারে বিক্রির অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। বন্ডের বিকল্প ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেছেন, রাজধানীর নয়াবাজার বন্ডের কাগজে সয়লাব। বন্ড সুবিধায় প্রতিবছর ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হয় সরকার। ব্যবসায়ীদের এ অভিযোগের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ‘বন্ডের সুবিধা নিয়ে যারা অপব্যবহার করেন, তারা জাতীয় শত্রু। আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াব।’ গতকাল রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে এনবিআর আয়োজিত ‘সেবা খাত সংশ্লিষ্ট প্রাক-বাজেট ২০১৬-১৭’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ, মুদ্রণ শিল্প সমিতির সভাপতি শহিদ সেরনিয়াবাদ, সৃজনশীল জ্ঞান ও প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, পেপার ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলমগীর হক, পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির সাধারণ সম্পাদক তোফায়েল খান, ড্রেস মেকার অ্যাসোসিয়েশনের সভাপতি বি এম হারুন অর রশিদ প্রমুখ। এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘বন্ডের অপব্যবহারের কারণে ব্যবসায়ীরা ঠিকমতো ব্যবসা করতে পারছেন না। ইলেকট্রনিক ক্যাশ রেজিস্টার (ইসিআর) বিষয়ে ব্যবসায়ীদের প্রশিক্ষণ দরকার। ভ্যাটে লেভেল প্লেয়িং ফিল্ড (ভারসাম্যমূলক ব্যবস্থা) চাই। আমরা ১৫ শতাংশ ভ্যাট দিতে পারব না। সাড়ে ৪ শতাংশ থেকে ৭ শতাংশের মধ্যে ভ্যাট হার রাখা উচিত।’

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ‘ভ্যাট অনলাইন প্রকল্প নিয়ে আমরা বহুদূর এগিয়ে যেতে চাই। ভ্যাট আদায়ে আমাদের কোথায় কোথায় মান উন্নয়ন প্রয়োজন সে বিষয়ে ধারণা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর