বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ভাঙা হবে ঢাকা মেডিকেল ভবন

আশঙ্কা ভূমিকম্পের

মোস্তফা কাজল

ভেঙে ফেলা হবে শত বছরের ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভবন। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভবন ভেঙে ফেলা-সংক্রান্ত একটি চিঠি হাসপাতাল পরিচালকের কাছে পৌঁছেছে। বাংলাদেশের সবচেয়ে বড় এ হাসপাতালটি কেন ভেঙে ফেলা হচ্ছে, এটি ভেঙে ফেলা হলে হাজার হাজার রোগী কোথায় যাবে, কীভাবে তাদের চিকিৎসা হবে— এমনই নানা প্রশ্ন ইতিমধ্যে দেখা দিয়েছে। বর্তমানে ঢামেক হাসপাতাল-১ ও ঢামেক হাসপাতাল-২ ইউনিট মিলিয়ে দুই হাজার ৬০০ বেডের হাসপাতাল পরিচালিত হচ্ছে। প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিচ্ছেন তিন থেকে চার হাজার রোগী।

খোঁজ নিয়ে জানা যায়, ঐতিহ্যবাহী এ ভবনটি ভেঙে সেখানে গড়ে তোলা হবে বিশ্বমানের আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। আর এ লক্ষ্যেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবদুল গফুর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও বিস্তারিত কিছু বলতে রাজি হননি। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম প্রাচীন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ ভবন। শত বছরের পুরনো হাসপাতাল ভবনের অধিকাংশই ইটের দেয়ালে নির্মিত। ভবনের বহু স্থানে ছাদ তৈরি করা হয়েছে রেললাইনের স্লিপার দিয়ে। রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধির ফলে পুরনো রেলের স্লিপার দিয়ে ছাদের ওপর বহু স্থানে সম্প্রসারণ কাজ করা হয়েছে। ফলে উচ্চমাত্রার ভূমিকম্প হলে ভবনটি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১৯০৪ সালে তৎকালীন ইস্টবেঙ্গল ও আসামের সচিবালয় ভবন হিসেবে নির্মিত হয় বর্তমান ঢামেক হাসপাতাল ভবন। পরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে ভবনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর