বুধবার, ৩০ মার্চ, ২০১৬ ০০:০০ টা

কর্মসূচি প্রত্যাহার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অষ্টম জাতীয় বেতন কাঠামোতে বৈষম্যদূরীকরণসহ অন্যান্য দাবিতে দীর্ঘ ১০ মাস ধরে চলমান পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দাবি আদায় হওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, শিক্ষক নেতা এ জে এম শফিউল আলম ভূঁইয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের গ্রেড ৩ থেকে ১-এ যাওয়ার প্রধান যে দাবি ছিল সেটি বাস্তবায়নে এখন আর কোনো প্রতিবন্ধকতা নেই।

সর্বশেষ খবর