শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অত্যাধুনিক নভোথিয়েটার চট্টগ্রামে : গণপূর্ত মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, চট্টগ্রামে প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক নভোথিয়েটার নির্মাণ করা হবে। ঢাকার বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে আধুনিক প্রযুক্তি ও নির্মাণশৈলীতে এ নভোথিয়েটার নির্মাণ করা হবে। মন্ত্রী গতকাল চট্টগ্রাম নভোথিয়েটার নির্মাণের জন্য আগ্রাবাদে জায়গা নির্ধারণ করে এ তথ্য জানান।

জানা গেছে, মন্ত্রী পতেঙ্গা ও আগ্রাবাদ পরিদর্শন শেষে প্রাথমিকভাবে আগ্রাবাদে গণপূর্ত অধিদফতরের জমিতে এ নভোথিয়েটার নির্মাণের জন্য স্থান নির্বাচন করেন। তবে নভোথিয়েটার কারিগরি কমিটি স্থান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞরা নভোথিয়েটার কারিগরি কমিটির সদস্য। শিগগিরই কারিগরি কমিটি পরিদর্শন করে নভোথিয়েটার নির্মাণের স্থান চূড়ান্ত করবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর