শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের বন্ধু সাত মার্কিনিকে সম্মাননা

প্রতিদিন ডেস্ক

মুক্তিযুদ্ধের সমর্থনে অসাধারণ ভূমিকা পালন করায় সাতজন আমেরিকানকে সম্মাননা দিয়েছে ‘বাংলাদেশি আমেরিকান কমিউনিটি ফোরাম’। হানাদার পাকিস্তানি বাহিনীর হাতে যাতে প্রেসিডেন্টে নিক্সনের পাঠানো মারণাস্ত্র না পৌঁছে সেজন্য এই সাতজন ১৯৭১ সালে মার্কিন অস্ত্রভর্তি জাহাজ ‘পদ্মা’ অবরোধ করেছিলেন। এনআরবি নিউজ।

এরা হলেন রিচার্ড টেইলার, তার স্ত্রী ফিলিস টেইলার, সেলি উইলোবি, ড. ক্লাউস কিপিনদ্রফ, ড. মোনায়েম চৌধুরী সহ আরও দুজন। অবরোধে নেতৃত্বদাতা রিচার্ড টেইলার অসুস্থ থাকা সত্ত্বেও অন্যদের কাঁধে ভর করে অনুষ্ঠানে এসেছিলেন। ‘পদ্মা’ অবরোধের ওপর প্রামাণ্য চিত্র তৈরি করেছিলেন আরিফ ইউসুফ ও তাসবীর ইমাম। অনুষ্ঠানে তাদের নির্মিত ছবি ‘ব্লকেড’ প্রদর্শন করা হয়। ২৬ মার্চ পেনসিলভেনিয়া রাজ্যের ফিলাডেলফিয়া সিটির কুর্টজ সেন্টার ফর পারফর্মিং আর্টসের থিয়েটার হলে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর