শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়াই চ্যালেঞ্জ

—————— নসরুল হামিদ

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামীতে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস থাকবে না। আমরা আবাসিকেও গ্যাস দেব না। সিএনজি থেকেও গ্যাস শিফট করার কথা ভাবছি। আমরা এলএনজির (লিকুডিফাইড ন্যাচারাল গ্যাস) জন্য বিলিয়ন ডলারের চুক্তি করেছি। সাশ্রয়ী ও নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়াই আমাদের চ্যালেঞ্জ।’ গতকাল ‘ন্যাশনাল প্রজেক্ট কমপিটিশন অন গ্রিন এনার্জি অ্যান্ড টেকনোলজির’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গ্রিন এনার্জি রিসার্চ সেন্টারের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, পুরো বাংলাদেশ এখন নতুন নতুন আইডিয়া চায়। কারণ এ আইডিয়াগুলোই বাংলাদেশকে সৃষ্টিশীল করে গড়ে তুলবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর