শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে দুজনকে জোরপূর্বক নারীর সঙ্গে আপত্তিকর ছবি তুলে মুক্তিপণ আদায় করেছে প্রতারক চক্র। খবর পেয়ে রাজশাহী র‌্যাবের একটি দল বুধবার রাত ১০টার দিকে নগরীর শিরোইলে ওই বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করে। তবে উদ্ধার হয়নি বিকাশে নেওয়া মুক্তিপণের অর্থ। র‌্যাব সূত্র জানায়, বাগমারা উপজেলার মির্জাপুর গ্রামের ইয়ানুস আলী ইনু (৫০) ও সাজুড়িয়া গ্রামের আবদুল বারিক (৬০) কে শাহানাজ (৪৮) নামের এক নারী কৌশলে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। বাড়িতে নিয়ে তাদের দুজনকে একটি ঘরে আটকে নগদ সাড়ে ৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন কেড়ে নেন। এরপর ৪-৫ জন যুবক ইয়াসমিন (২০) নামের এক তরুণীকে বিবস্ত্র করে ওই দুজনের সঙ্গে জোরপূর্বক ছবি তোলেন। এরপর তারা ইনুর মোবাইল থেকে পরিবারের সদস্যদের ফোন করে বিকাশ নম্বরে ২০ হাজার টাকা পাওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর