শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রোকেয়া স্মৃতি কেন্দ্রের কর্মীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে এ রায় দেন। এর সূত্র ধরে দীর্ঘ এক যুগ মানবেতর জীবন-যাপনের পর স্থায়ী হতে যাচ্ছে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল মতিন খসরু, এ এম আমিন উদ্দিন ও মমতাজ উদ্দিন মেহেদী। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। একটি রিটের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে হাইকোর্ট ২০১৫ সালের ১৭ মে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে  নেওয়ার পাশাপাশি স্মৃতি কেন্দ্রটি চালুর নির্দেশ দেন। পরে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর