শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

লবণ চাষিদের সহায়তার নির্দেশ দিলেন তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

উপকূলে লবণ চাষিদের প্রয়োজনীয় সহায়তা দিতে নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল কক্সবাজারের জেলা প্রশাসককে ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন তিনি।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের চাহিদা মোতাবেক লবণের উৎপাদন করতে হবে। এ জন্য লবণ চাষিদের প্রয়োজনীয় সহযোগিতা ও উৎসাহ দিতে হবে। সরকার লবণ চাষিদের উৎসাহী করতে বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ রেখেছে। দেশে উৎপাদিত লবণের মান বেশ ভালো উল্লেখ করে মন্ত্রী বলেন, লবণ চাষিদের লবণ উৎপাদনে যাতে কোনো ধরনের সমস্যা না হয়, সে জন্য সরকার সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের সমন্বয় সভা থেকে ভিডিও কনফারেন্স সিস্টেমের উদ্বোধন করেন তিনি। কক্সবাজারের জেলা প্রশাসকের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য এবং সরবরাহ যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর