বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

রাসিকের বৈধ মেয়র কে?

কাজী শাহেদ, রাজশাহী

রাসিকের বৈধ মেয়র কে?

রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে বরখাস্ত করার পর নিয়ম অনুযায়ী প্যানেল মেয়রদের মধ্য থেকে একজনের দায়িত্ব পাওয়ার কথা। কিন্তু তিন প্যানেল মেয়রকে বাদ দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দেয়। গত বছরের ৩১ মে নিজাম দায়িত্ব নেওয়ার পর থেকে ক্ষোভ চলে আসছে রাসিকের অন্য কাউন্সিলরদের মধ্যে। এ নিয়ে উচ্চ আদালতে মামলা করেন মোসাদ্দেক হোসেন বুলবুল। এ বছরের ৩ মার্চ নিজামের মেয়র পদকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের একটি বেঞ্চ রায় দেন। গত ২৪ মার্চ আবারও বহাল রাখেন আপিল বিভাগ। সেইসঙ্গে নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলই বৈধ মেয়র বলে রায় দেন উচ্চ আদালত। তবে আদালতের রায় উপেক্ষা করে মেয়র পদের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজাম উল আযীম। তিনি গত রবিবার হঠাৎ করে সাধারণ সভা ডেকে বিএনপিপন্থি তিন প্যানেল মেয়রকে বাদ দিয়ে নতুন প্যানেল গঠন করেন। তাতে নিজেকে এক নম্বর প্যানেল মেয়র হিসেবে ঘোষণা দেন। রাসিকের ৩৩ কাউন্সিলরের মধ্যে ২২ জন ওই সভায় উপস্থিত ছিলেন না। এরপর থেকে প্রশ্ন উঠেছে রাসিক চলছে কার ইশারায়। নিয়ম ভেঙে নতুন প্যানেল গঠন করার খবর পেয়ে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও করেছেন প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আজব। তিনি তাতে উল্লেখ করেছেন, নিজাম তার স্বাক্ষর জাল করে তাকে প্যানেল মেয়র থেকে সরিয়ে নিজেকে প্যানেল মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। অবৈধভাবে ক্ষমতায় থেকে রবিবার নিজেই সাধারণ সভা ডেকে কাউন্সিলরদের কণ্ঠ ভোটে প্যানেল মেয়র হন নিজাম। অথচ নির্বাচনের পর বর্তমান পরিষদ তাকেই প্যানেল মেয়র হিসেবে নির্বাচিত করেন।

একাধিক কাউন্সিলর জানান, বিএনপিপন্থি তিন প্যানেল মেয়র পদত্যাগ করেছেন বলে নিজাম ভুয়া কাগজপত্র তৈরি করেন। এরপর নিজেই সাধারণ সভা ডেকে নিজেকে প্যানেল মেয়র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কণ্ঠ ভোটের আয়োজন করেন। নিয়ম অনুযায়ী সাধারণ সভা আহ্বান করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অথবা সচিব। কিন্তু এক্ষেত্রে সেটিও অনুসরণ করেননি নিজাম উল আযীম। এ কারণে বিএনপি-জামায়াতপন্থি ২২ কাউন্সিলর এ সভা বর্জন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর