বুধবার, ৬ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা
যাত্রীকল্যাণ সমিতির দাবি

দাম কমানোর আগে ভাড়া ঠিক করুন

নিজস্ব প্রতিবেদক

দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য কমানোর আগে গণপরিবহনের ভাড়া কমানোর ফয়সালা করার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। গতকাল এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয় : সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করে থাকে। কিন্তু তেলের মূল্য কমানোর পর কাগজপত্রে ভাড়া কমানো হলেও প্রকৃতপক্ষে গণপরিবহনের চালক ও হেলপাররা কখনই তা মানেননি। এতে গুটিকয় গণপরিবহন মালিক লাভবান হলেও কোটি কোটি যাত্রী এ সুবিধা থেকে বরাবরই বঞ্চিত হয়েছে।

সর্বশেষ খবর