সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মেয়রের বৈধতা নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মেয়রের বৈধতা নিয়ে নানা প্রশ্ন

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র পদ নিয়ে টানাপড়েনে অনেকটাই স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড। নিযাম উল আযীমকে মেয়রের দায়িত্ব দেওয়াসংক্রান্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত উচ্চ আদালত অবৈধ ঘোষণা করায় নগর সেবা সংস্থা রাজশাহী সিটি করপোরেশনের কার্যক্রম নিয়ে নগরবাসী উদ্বিগ্ন। উচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় এখনো আসেনি। মন্ত্রণালয়ও কোনো সিদ্ধান্ত জানায়নি। তার পরও কাউন্সিলরদের একটি অংশ এ নিয়ে নানা প্রচারণা চালানোয় খোদ রাসিকের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এতে উন্নয়ন প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। বলা হচ্ছে, আযীমকে প্যানেল মেয়র করার প্রক্রিয়া বৈধ নয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিটি করপোরেশেনের কর্মকর্তা-কর্মচারীদের যেসব বেতন বিলে নিযাম স্বাক্ষর করেছেন, সেগুলো নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। পাশাপাশি বিভিন্ন প্রকল্পের উন্নয়নকাজের  যেসব  প্রক্রিয়ায় নিযাম স্বাক্ষর করেছেন, সেগুলো নিয়েও আর্থিক জটিলতা তৈরির শঙ্কা তৈরি হয়েছে ঠিকাদারদের মধ্যে।

সিটি করপোরেশনসূত্র জানিয়েছেন, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ১২ (১) ধারা মোতাবেক নির্বাচিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বিরুদ্ধে পুলিশ হত্যা ও নাশকতাসহ চারটি মামলার চার্জশিট আদালত গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

সর্বশেষ খবর