সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আতঙ্কের নাম ‘সালাম পার্টি’

সালাম শেষে করে সর্বস্বান্ত

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন কায়দায় ছিনতাইয়ে নেমেছে একটি চক্র। যাদের টার্গেট রিকশাযাত্রী ও পথচারী। অবস্থা বুঝে সালাম দিয়ে গতিরোধ। পরে অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় মোবাইল ফোন সেট, টাকাসহ মূল্যবান মালামাল। সালাম দিয়ে ছিনতাই করে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ চক্রের নাম দিয়েছেন ‘সালাম পার্টি’। তাদের তত্রপতা পুলিশের নজরে আসার পর প্রতিরোধে মাঠে নেমেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই মধ্যে তাদের তালিকা তৈরির কাজ শুরু করছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘সম্প্রতি সালাম দিয়ে ছিনতাইয়ের দু-একটি ঘটনার অভিযোগ পেয়েছি। কারা এ চক্রের সঙ্গে জড়িত তার খোঁজ নেওয়া হচ্ছে।’ বায়েজীদ থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘এ চক্রের সদস্যরা সাধারণ মানুষের সঙ্গে সালাম বিনিময়ের পর অস্ত্রের মুখে জিম্মি করে মূল্যবান  জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ চক্রে রয়েছে নারী সদস্যও। সম্প্রতি অভিযান চালিয়ে এ চক্রের কয়েক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

এ চক্রের খপ্পরে পড়া ওমর ফারুক জানান, ‘কয়েক দিন আগে রিকশায় কাজীর দেউরী মোড় থেকে নিউমার্কেট যাচ্ছিলাম। লাভ লেন এলাকায় পৌঁছালে কয়েক যুবক পূর্বপরিচয়ের অভিনয় করে রিকশার গতিরোধ ও কুশল বিনিময় করে। তারপর অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন সেট, মানিব্যাগ ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় অভিযোগ করলেও এখনো এ চক্রের সদস্যরা গ্রেফতার হয়নি। উদ্ধার হয়নি ছিনিয়ে নেওয়া মালামাল।’

অনুসন্ধানে জানা যায়, ‘সালাম পার্টির সদস্যরা রিকশাযাত্রী ও পথচারীদের গতিরোধ করে অতিপরিচিতজনের অভিনয় করে। তারপর গ্রুপের কয়েকজন সদস্য জটলা তৈরি করে টার্গেটকে ঘিরে ধরে। পরে অস্ত্র ঠেকিয়ে সব ছিনিয়ে নেয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর